Thursday, May 3, 2012

আয় করুন ডাটা এন্ট্রি কাজ করে।

যারা  ফ্রিলেন্সিং এ পারদর্শী নয় তাদের অনলাইনে আয়ের কথা মনে হলেই ডাটা এন্ট্রি কাজের কথা মাথায় আসে। ডাটা এন্ট্রি কাজ মানেই সহজে ডলার ইনকাম নয়। কাজের ধরণটা অনেক সহজ কিন্তু এখানেও আপনাকে কাজ করে ইনকাম করতে হবে। আজকাল অনেকেই কেপচা এন্ট্রি র কাজের কথা বলে। কিন্তু এ কাজ করে আয় করা নিয়ে আমার দিমত আছে। কম্পিউটার এবং ইন্টারনেট সম্পর্কে বেসিক ধারনা থাকলে আপনিও আয় করতে পারবেন যদি পরিস্রম করার মানসিকতা থাকে। বাংলাদেশে অনেকেই ছোট পরিসরে কাজ দিচ্ছে। তেমনি একটি সাইটের সাথে আজ আপনাদের পরিচয় করিয়ে দিব।ডাটা এন্ট্রি র কাজ দিচ্ছে, সুনামের সাথে এগুচ্ছে বাংলাদেশী এই প্রতিসটান। সাইট ভিসিত করে বিস্তারিত জানতে পারেন। সাইটের লিংক  http://www.inspireitworld.com
এখানে সবসময় কাজ পাওয়া যায়। আর সাইট ভিসিত করলেই বুঝা যায় স্কাম ফ্রি এবং জেনুইন । আশা করি যারা ডাটা এন্ট্রি কাজ করতে চান তাদের উপকার হবে।

Read more »

এবার আয় করুন Link শেয়ার করে

অনলাইনে আয়ের পথের শেষ নাই।
তবে আপনাকে অনেক spam site এর মধ্যে টাকা দেয় এমন site এ কাজ করা উচিত।
আমি আজকে যে site টি দেব তা থেকে 100 % আয় করতে পারবেন এব্যং তা উঠাতে পারবেন।
তাহলে আর কথা না বাড়িয়ে কাজের কথায় আসি:
প্রথমে নিচের ব্যানারটিতে click  করুন।
এখান থেকে Sign up করুন।
আপনার Account এ  log in করুন।

তারপর Menu থেকে Promote Site / Earn Cash এ click করুন।

এবার আপনার referral link টি শেয়ার করুন।
যদি কেউ একবার click করে তবে আপনি পাবেন 3 সেন্ট।
1 ডলার হলেই পেপালের মাধ্যমে তুলতে পারেন।

Read more »

Microworkers এর মতই minijob, আজই কাজ শুরু করুন।

আমি যে সাইটের কথা বলব তা হল মিনিটওয়ারকারস । এই সাইটের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই সাইটের কাজগুলো অত্যন্ত ছোট ছোট। এক একটি কাজ করতে ৫ থেকে ৩০ মিনিট সময় লাগে। প্রতিটি কাজের মূল্য ০.১০ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ১.৭৫ ডলার পর্যন্ত হয়ে থাকে। সাইটে প্রতিদিনই নতুন নতুন কাজ আসে। এখানে একটি কাজ কেবলমাত্র একবারই করা যায়। মোট আয় ১০ ডলার হলেই চেক, মানিবুকার্স, পেপাল এবং এলার্টপে সার্ভিসের মাধ্যমে উত্তোলন যায় তবে আপনার যদি ২ ডলার থাকে তাহলে দ্রুত পেমেন্ট নিতে পারবেন তবে সে ক্ষেত্রে ১০% চার্জ কেটে রাখা হবে ।
আপনারা যদি আমার সাথে যোগ দিতে চান তাহলে এখানে ক্লিক করে একটি একাউন্ট খুলে নিন ।এটা আমার রেফার লিংক ।আমার রেফারে জয়েন করলে আপনার কোনো ক্ষতি হবে না বরং আমার কিছুটা লাভ হবে তাও খুবি সামান্য ।তবুও যদি আমাকে রেফার থেকে বাদ দিতে চান তবে দিতে পারেন ।তবে এতে আপনি কোনো লাভ পাবেন কিনা জানি না ।
সাইনআপ করার পরে লগইন করে Available Jobs লিংকে ক্লিক করলে সকল কাজগুলো দেখা যাবে।

প্রতিটি কাজের শিরোনামের সাথে কয়েকটি তথ্য পাওয়া যায় – কাজের মূল্য (Payment), শতকরা কতজনের কাজ ক্লায়েন্ট গ্রহণ করেছে (Success Rate), কাজটি করতে আনুমানিক কত মিনিট লাগতে পারে (Time), কতজন এ পর্যন্ত কাজটি করছে (Done) ইত্যাদি। কোন একটি কাজের শিরোনামের উপর ক্লিক করে সেই কাজের বিস্তারিত আরো তথ্য জানা যাবে। কাজটি যে আপনি যথাযথভাবে শেষ করেছেন তা প্রমাণ দিতে কি কি তথ্য প্রদান করতে হবে তা “Required proof that task was finished?” অংশের মাধ্যমে জানা যাবে। সবশেষে “I accept this job ” লিংকে ক্লিক করে একটি টেক্সটবক্সে আপনার কাজের প্রমাণগুলো দিতে হবে। কোন কাজ করতে না পারলে “Not interested in this job” লিংকে ক্লিক করে বের হয়ে যাওয়াই ভাল, সেক্ষেত্রে এই কাজটি আপনার “Available Jobs” পাতায় আর কখনও দেখাবে না।
এরা পেমেন্ট দেয় এলারট পে কিংবা পেপালে ।প্রতি মাসের ১৫ এবং ৩০ তারিখ পেমেন্ট দেবে ।আমি কালকে রাতে আমার প্রথম পেমেন্ট পেয়েছি । আমার পেমেন্টের প্রুভ দেখুন এখান থেকে । তবে একটা বিষয় খেয়াল রাখবেন ,আপনার সাকসেস রেটিং ৭৫% এর কম হলে কোনো অবস্থাতেই পেমেন্ট রিকোয়েস্ট দেবেন না ।

Read more »

ছোট ছোট কাজ করে আয় করুন

যারা microworkers এ কাজ করেন তাদের জন্য কাজটি খুবই সহজ। কাজ ও অনেকটা microworkers এর মত। আজকাল microworkers এ তেমন একটা কাজ দেয় না, তাই শুধু microworkers এ কাজ করে নেট বিল উঠানো বেশ কঠিন হয়ে গেছে। আপনার চাইলে মিনিজবস এ কাজ করে মোটামুটি ইনকাম করতে পারেন। এখানে 10 সেন্ট থেকে  2 ডলারের ও কাজ দেয়।এক একটি কাজ করতে ৫ থেকে 2০ মিনিট সময় লাগে। কাজগুলো ও খুব ছোট। আপনার আয় যখন 5 ডলা হবে তখন মানিবুকার্স, পেপাল এবং এলার্টপে সার্ভিসের মাধ্যমে উত্তোলন করতে পারবেন। উত্তোন পদ্ধতি  microworkers এর মতই।
এখানে ক্লিক করে একটি একাউন্ট খুলে নিন ।
সাইনআপ করে ইমেইল ভেরীফাই করুন।
পরে লগইন করে Available Jobs লিংকে ক্লিক করলে সকল কাজগুলো দেখা যাবে।
Available Jobs থেকে আপনা পছন্দ মত কাজগুলো করুন।

Available Jobs এ সকল কাজ দেখতে পাবেন। সেখান থেকে আপনা পছন্দ মত কাজগুলো করুন।
Finished Tasks আপনি যে কাজগুলো করেছেন তা দেখতে পাবেন।
My Campaigns ইচ্ছে করলে এখানে আপনি ও কাজ দিতে পারেন।
My Account আপনা সকল তথ্য যেমন: Email & Password, Contact Details ইতাদি পাবেন।
Deposit কোন কাজ দিতে চাইলে আপনা একাউন্ট এ ডলার মানিবুকার্স, পেপাল এবং এলার্টপে থেকে জমা করতে পারবে॥
Withdraw এখান থেকে টাকা উত্তোলন করতে পারবেন।
কিভাবে কাজ করবেন:
Available Jobs এ ক্লিক করুন।
যে  কাজগুলো দেখতে পাবেন তাতে ক্লিক করুন। নিচের মত দেখতে পাবেন।

What was expected? এর নিছে দেখুন। কি করতে হবে তা এখানে বলা আছে
Required proof that task was finished আপনাকে কি জমা দিতে হবে তা এখানে বলা থাকবে।
I accept this job (a form will open below) click করলে নিচের মত box আসবে তাতে prof জমা দিয়ে box এর নিচের  I confirm that I have completed this job করুন।

আপনার সাকসেস রেটিং ৭৫% এর কম হলে কোনো অবস্থাতেই পেমেন্ট রিকোয়েস্ট দেবেন না ।

Read more »

Earning: Capcha entry কাজ করুন বিড ছাড়া

লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকলেও অনেক দিন থেকেই ফ্রিল্যান্সিং নিয়ে কৌতুহলী। এজন্যই কয়েকটি সাইটে(freelancer, odesk, minijob,microworker…etc)  রেজিস্ট্রেশন করি। এবং সময় পেলে কাজের জন্য আবেদন করি বা কাজ করি। microworker এর মতো সাইটগুলোর সমস্যা হচ্ছে কাজ কম থাকে তাই পেমেন্ট পর্যন্ত পৌছাতে অনেকদিন সময় লাগে। অনেক কষ্টে একবার পে আউট করেছিলাম 2$। যাই হোক আমার আপানার মতো লোকের কাছে বিরক্তিকর মনে হতে পারে। আর অন্যান্য সাইটগুলোর বিডের কথা তো বাদ ই দিলাম। এত কিছু চিন্তা ভাবনা করে এক বড় ভাই এর কাছ থেকে capcha entry এর কাজ নিলাম। অনেক উৎসাহ নিয়ে ১২০০-১৩০০  এন্ট্রি করে টাকা নিলাম তারপর অনেক দিন আর কাজ করা হয়নি।
একদিন ফ্রিল্যান্সার থেকে একটি মেসেজ পেলাম ক্যাপচা সলভ এর বায়ার পাকিস্তানি বলছে 5k=5000 data solve করে তার সাথে যোগাযোগ করতে বুঝলাম পেমেন্ট রিস্ক তাই আমি milestone চাইলাম কিন্তু আর কোন রিপ্লাই পাই নি।
তাই হতাশ হয়ে কিছুদিন আর ঘাটাঘাটি করলাম না। পরে আবার চেস্টা করলাম। কিন্তু কোনো কাজ পেলাম না, হয়তো আমার অযোগ্যতার কারনে। কাজ না পেলেও যা শিখেছি তা অনেক!!!!!।
যারা নতুন তাদের জন্য আমার মতো এ রকম সমস্যা অহরহ-ই হচ্ছে। কেউ প্রকাশ করে কেউ করে না। যারা এই capcha entry কাজ করতে চান তাদের জন্য বলছি, এই সাইটটি দেখতে পারেন। আমি গুগলিং+ personally খোজ নিয়ে দেখেছি সাইটটা scam না। আমার মতে যারা নতুন তাদের জন্য এটি অদর্শ সাইট তবে যারা অন্যান্য সার্ভার(qlink, buck) এ কাজ করছেন তাদের জন্য বলছি এইটাতে কাজ করে দেখতে পারেন কারন এইটা অরোও ফাস্ট ।

একনজরে সুবিধাসমূহ দেখে নিন :
১. প্রতিটি ক্যাপচা = ৭ ক্রেডিট
২. ১০০ ক্রেডিট = ১ সেন্ট
৩. পে আউট $১ অথবা ১০০০০ ক্রেডিট অথাৎ আপনাকে ১৪৩০ টি ক্যাপচা entry করতে হবে।
alertpay=1.00$
paypal=2.5$
৪. রেফারেল সুবিধা
৫. সাপোর্ট Alertpay, paypal(তবে paypal এ extra charge আছে)
৬. সার্ভার = ফাস্ট(আমি যত গুলো দেখেছি)
৭. একাধিক একাউন্ট সাপোর্ট করে।
৮. সবচেয়ে বড় সুবিধা হচ্ছে একটি নির্দিষ্ট সময় পর পর data আসে আর timer show করে কতক্ষণ পর পরবর্তী data আসবে।
পরামর্শ: নতুন একাউন্টে প্রথমে 45 second পর data আসে আর একটু কাজ করলে 5-15 second এ ডাটা আসে।
এখানে!!!
এর সম্পর্কে কোনো খারাপ রিপোর্ট পাইনি। তাই কাজ করতে পারেন। আর যদি পমেন্ট নিয়ে ঝামেলা মনে হয় তাহলে আমার কাছ থেকে কাজ নিতে পারেন এই সাইটে-ই কাজ আমি 1000 entry=58tk দেব আপনি যেভাবে চান মানে মোবাইল বা হাতে হাতে বা ব্যাংক।যাদের typing speed কম মানে ২০-২৫wpm এর নীচে তারা আগে speed develop করুন।

Read more »

নতুন ফ্রিল্যান্সারদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস

  • প্রথম কাজ পেতে কয়েক সপ্তাহ থেকে শুরু করে কয়েক মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে, তাই হতাশ না হয়ে ধৈর্য্য ধরে বিড (Bid) করে যেতে হবে।

  • প্রথম দিকে যত কম মূল্যে বিড করা হবে কাজ পাবার সম্ভাবনাও তত বেশি হবে।

  • সম্ভব হলে বিড করার পূর্বেই যদি কাজটি সম্পন্ন করে ক্লায়েন্টে দেখানো যায় এবং আপনার কাজটি যদি সে পছন্দ করে তাহলে নিশ্চিতভাবে প্রজেক্টটি আপনাকেই দিবে।

  • কোন কাজ না পারলে সেই প্রজেক্টে কখনই বিড করা উচিত নয়। অনেকেই না বুঝে বিড করে থাকেন এবং ভাবেন কাজটি পেলে অন্য কারো সাহায্য নিয়ে সম্পন্ন করে ফেলবেন। কাজ না জেনে খুব বেশি দূর যাওয়া সম্ভব নয়।

  • ইন্টারনেটে অসংখ্য ধরনের কাজ পাওয়া যায়। আপনি যে কাজই করে থাকুন না কেন, চেষ্টা করবেন যাতে পরিপূর্ণভাব সেই কাজে আগে দক্ষ হয়ে তারপর কাজের জন্য আবেদন করা।

  • সাধারণত যে সকল কাজ তুলনামূলকভাবে একটু কঠিন এবং যে সকল কাজে কম বিড পড়ে, সেধরনের কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই ফ্রিল্যান্সিং শুরু করার পূর্বে সব ধরনের কাজ একটু পর্যবেক্ষণ করে নিন এবং সে অনুযায়ী নিজেকে তৈরি করে নিন।

  • বলাই বাহুল্য আউটসোর্সিং এর কাজ করতে ইংরেজীতে পারদর্শী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তত প্রজেক্টের চাহিদা বুঝা এবং সে অনুযায়ী ক্লায়েন্টের সাথে সাবলীলভাবে যোগাযোগ করার ক্ষমতা থাকা প্রয়োজন।

  • একটি প্রজেক্ট সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা না নিয়ে কখনই কাজ শুরু করা উচিত নয়। ক্লায়েন্ট তাদের চাহিদা বিড রিকোয়েস্টের সাথে সম্পূর্ণভাবে উল্লেখ নাও করতে পারে। তাই যতটুকু সম্ভব তাদেরকে প্রশ্ন করুন। তারপর প্রজেক্টের রিকোয়ারমেন্ট আপনার নিজের ভাষায় বায়ারকে লিখে জানান। এতে বায়ারের চাহিদা সম্পর্কে আপনি নিশ্চিত হতে পারবেন এবং কাজ করার সময় আপনার পরিশ্রম অনেকখানি কমে যাবে। প্রশ্ন করলে

  • বায়ার খুশি হয় এবং আপনার আগ্রহ সম্পর্কে নিশ্চিত হতে পারে।

  • সম্পূর্ণ কাজকে কয়েকটি ধাপে ভাগ করুন এবং প্রতিটি ধাপ শেষ হবার পর পর ক্লায়েন্টকে দেখান।

  • ডেডলাইন সময় শেষ হবার পূর্বেই সম্পূর্ণ কাজ সম্পন্ন করুন এবং ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিন।

  • ক্লায়েন্টের কাছে কাজ পাঠানোর পূর্বে ভাল করে রিকোয়ারমেন্ট আরেকবার দেখে নিন এবং সম্পূর্ণ কাজ ভাল করে পরীক্ষা করুন।

  • সব সময় চেষ্টা করবেন যাতে কাজ শেষে সর্বোচ্চ রেটিং পাওয়া যায়। ভাল রেটিং পেলে পরবর্তী কাজগুলো খুব সহজেই পাওয়া যায়।

  • ভাল রেটিং পাবার উপায় হচ্ছে – সঠিকভাবে কাজটি করা, সময়মত কাজটি শেষ করা, ক্লায়েন্টের সাথে নিয়মিত যোগাযোগ রাখা।

  • রেটিং দেবার পূর্বে ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নিন যে সে আপনার কাজে সম্পূর্ণ খুশি কিনা এবং আপনাকে সর্বোচ্চ রেটিং দিতে যাচ্ছে কিনা।

  • কাজে এবং কথাবার্তায় সবসময় সৎ থাকতে হবে। কখনও ভুল তথ্য প্রদান করা যাবে না। কোন কারনে কাজ করতে না পারলে বিষয়টি ক্লায়েন্টকে পরিষ্কারভাবে জানিয়ে দিন, বেশিভাগ ক্ষেত্রেই ক্লায়েন্টের কাছ থেকে যথাযথ সহায়তা পাওয়া যায়।

কয়েকটি জনপ্রিয় আউটসোর্সিং মার্কেটপ্লেস:

Read more »

জেনে নিনি আউটসোর্সিং: শুরুটা যেভাবে করতে হবে

সার্টিফিকেশনসে কোনো কিছু না দিলে সমস্যা নেই। এখন দেখবেন, আপনার প্রোফাইল কমপ্লিটনেস অনেক বেড়ে গেছে। যদি আরও বাড়াতে চান, তাহলে www.odesk.com/tests ঠিকানা থেকে দু-তিনটি টেস্ট দিতে পারেন। তিন-চারটি টেস্ট দিলে প্রতি সপ্তাহে আপনি ২০টি কাজের (জব) জন্য আবেদন করতে পারবেন। Basic English test, English spelling test, MS word test, Windows xp test ইত্যাদি টেস্ট অনেক সহজ। ইচ্ছে হলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। ওপরের প্রতিটি সেটিংস যতবার খুশি ততবার পরিবর্তন করতে পারবেন। কাজেই কোনো কিছু ভুল হলে সমস্যা নেই, তা যেকোনো সময় আবার ঠিক করে নিতে পারবেন। আগের সেটিংস পরিবর্তন করার জন্য এই সাইটে লগইন করলেই ডান পাশে দেখবেন আপনার নাম এবং ছবির নিচে Edit Profile লেখা আছে। না থাকলে ওপর থেকে Find Work-এ ক্লিক করলে ডান পাশে পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলেই সবকিছু আবার পরিবর্তন করতে পারবেন। আপনার প্রোফাইলটি অন্যরা, মানে যাঁরা (বায়ার) আপনাকে জব দেবেন, তাঁরা কেমন দেখতে পাবেন সেটি দেখার জন্য Find Work-এ ক্লিক করে নিচে ডান পাশে দেখবেন Your Profile Completeness-এর নিচে লেখা আছে View your public profile। এখানে ক্লিক করলেই দেখতে পাবেন, আপনার পাবলিক প্রোফাইলটি কেমন।
কীভাবে জব খুঁজবেন: এ সাইটে লগইন করে Find Work-এ ক্লিক করুন। এখন সার্চ বক্সে আপনি যা যা পারেন, তা লিখে সার্চ দিন। আপনি যদি Facebook লিখে সার্চ বাটনে ক্লিক করেন, তাহলে ফেসবুক-সম্পর্কিত অনেকগুলো জবের তালিকা আসবে। একটি একটি করে পড়ে যেগুলো পারবেন, সেগুলোতে অ্যাপ্লাই করুন। আরেকটু কাস্টমাইজ করে সার্চ দিতে চাইলে সার্চ বাটনের পাশে দেখবেন Advanced লেখা আছে, সেখানে ক্লিক করুন। এখন আপনার পছন্দমতো সার্চ অপশনগুলোতে লিখে এবং চেক বক্সগুলোতে টিক চিহ্ন দিয়ে সার্চ দিতে পারেন। এভাবে ফেসবুকের বাইরেও, যেমন: Internet, twitter, php, sql, c#, mysql, wordpress, joomla, google plus, data entry, email, ms word, blog ইত্যাদি লিখে সার্চ দিতে পারেন। অর্থাৎ, আপনি যা যা পারেন, তা লিখে সার্চ দিতে পারেন

Read more »